বিডি নার্সিং২৪ ডেস্ক: আজ ২৩শে সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বানাপ কার্যালয়ে নার্স নেতা আনিছুর রহমানের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিএনএ নির্বাচন ও নার্সদের সমসাময়িক বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। বক্তারা কারিগরি নার্সিং নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেন।
উক্ত সভায় স্বানাপ নেতা আনিছুর রহমান ছাড়াও অন্যান্য নার্সিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনিছুর রহমান বিডিনার্সিং২৪ কে বলেন, আজকের সভায় নার্সদের সভায় নার্সদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কারিগরি নার্সিং নিয়ে তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আশাকরি খুব দ্রুত এ ব্যাপারে কর্মসূচি দেয়া হবে। সবাইকে এক হয়ে নার্সিংয়ের সমস্যা সমাধানের আহবান জানান তিনি।