সিনিয়র রিপোর্টার:রাবিয়া আক্তার মীম।
ফুলপুর,ময়মনসিংহ ।
রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ঢামেকহা দীর্ঘদিন সফল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন এর বিদায় সংবর্ধনা ও নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক এর দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে হাসপাতালের কনফারেন্স রুমে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢামেকহা এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানের বিদায়ী অতিথি ব্রিগেডিয়ার ডা. একেএম নাসির উদ্দীন ঢামেকহাতে তার বর্ণাঢ্য কর্মকালে সবাইকে সহযোগীতা করার ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢামেকহা এর উপ-পরিচালক, সহকারি পরিচালক, সেবা তত্ত্বাবদায়ক, উপসেবা তত্ত্বাবদায়ক এবং নার্সিং সুপারভাইজর ও নার্সিং কর্মকর্তাগন।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনএ ঢামেকহা এর সভাপতি কামাল হোসেন পাটওয়ারী, বিএনএ ঢামেকহা সেক্রেটারি আসাদুজ্জামান জুয়েল এবং স্বানাপ মহাসচিব ইকবাল হোসেন সবুজ প্রমুখ।