বিডিনার্সিং২৪ -টাঙ্গাইল নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। জামাল হোসেন সিদ্দিকীকে সভাপতি ও ইসমাইল হোসেনকে মহাসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
আজ ৪ ডিসেম্বর আহবায়ক কমিটির আহবায়ক মঈন উদ্দিনের সভাপতিত্বেশ রাজধানীর একটি অভিজাত হোটেলে কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় আরও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন, সহসভাপতি বাবর আলী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মিশর হোসেন, যুগ্ম মহাসচিব আরিফ হোসেন, আবদুল লতিফ, অর্থ সম্পাদক সুজন দেবনাথ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সহ স্বাস্থ্য সম্পাদক জালাল উদ্দীন রুমি, দফতর সম্পাদক ফরহাদ হোসেনকে আগামী ২ বছর দায়িত্ব দেয়া হয়েছে।
নব বির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিডিনার্সিং২৪ কে বলেন, আমরা সকলের সম্মতিতে কমিটি গঠন করেছি। আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই এই কমিটির মুল লক্ষ্য। তাই সকলের সহযোগিতা চান তিনি।