ডেস্ক রিপোর্ট -যে কোন পরিস্থিতীতে অসুস্থ মানুষকে সেবা দেওয়া নার্সিং পেশার মূল দায়িত্ব। দেশে যত বড়ই দূর্যোগ ঘটুক নার্সরা সর্বদা রোগির সেবা দিয়ে থাকে । কিন্তু নার্সদের সুরক্ষার বিষয়টি বরাবরই অবহেলিত। রোগীর কাছাকাছি গিয়ে ইনজেকশন দেওয়া ঔষধ দেওয়া সহ বিভিন্ন কাজ নার্সদেরই করতে হয় । সেক্ষেত্রে রোগীর সংক্রমিত রোগ দ্বারা নার্সদের সংক্রমিত হবার ঝুকি সবচাইতে বেশি কারন স্বাস্থসেবার সাথে জড়িত আর কাউকেই রোগীর এতটা কাছে গিয়ে সেবা দিতে হয় না । সংগত কারনেই নার্সদের সুস্থ থাকাটা খুবই জরুরী । একজন রোগির সবচেয়ে বেশি সময় ধরে কাছে থাকে নার্স। যে কোন অসুখে আক্রান্ত রোগির স্বাস্থ্য সেবা সবচেয়ে কাছ থেকে প্রদান করে নার্স। একজন মুমূর্ষু রোগীকে বেঁচে থাকার জন্য সর্ব্বোচ্চ সেবা দেন নার্স। তাই নার্সিং কর্মকর্তা কর্মচারী সকল সময় সকল দিক থেকে বেশি স্বাস্থ্য ঝুকিতে থাকেন ,এবং তাদের পরিবারও ঝুকিতে থাকেন। সরকারের অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ঝুকি ভাতা পেলেও নার্সরা এখনো ঝুকি ভাতার অন্তর্ভুক্ত হয়নি। করোনা মহামারী মোকাবেলায় কোন নার্স পালিয়ে যায় নাই, নানা সীমাবদ্ধতা এবং নানা প্রতিকূলতার মধ্যেও নার্স সমাজ রোগীদের সেবা চালিয়ে গেছে এবং চালিয়ে যাচ্ছে । নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নার্সিং সমাজ নিজেদের জীবন বাজি রেখে করোনার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করেছে এবং চালিয়ে যাচ্ছে ।
আমাদের সর্ব্বোচ্চ নার্সিং প্রশাসন (ডিজিএনএম) নার্সিং সেক্টরের উন্নতির জন্য খুবই আন্তরিক ভাবে কাজ করে চলেছেন। আশা করি ডিজিএনএম মহোদ্বয়গন নার্সদের এঝুকির বিষয়টা সরকারের সর্বোচ্চ মহলে অবহিত করনের মাধ্যমে নার্সদের ঝুকি ভাতা প্রদানের ব্যবস্থা করবেন।
সভাপতি
মোসা : শাহাদাতুন নুর “ লাকি”
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।