স্টাফ রিপোর্টার : তাহমিনা আক্তার
তারিখ : ০৫.০৯.২০২০ ইং
1) রোদে পোড়া ভাব কমাতে, মধুর সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে রোদে পোড়া স্থানে লাগিয়ে কিছু সময় পরে ধুয়ে ফেলুন, নিয়মিত ব্যাবহারে রোদে পোড়া ভাব কমে যাবে
2) চুল রং করাতে মধু:
চুল হাইলাইট বতর্মান ফ্যাশানে দারুণ জনপ্রিয়, কিন্তু রাসায়নিক রং চুলের ক্ষতি করতে পারে এইজন্য অনেকেই চুলে রং করতে ভয় পান, কিন্তু মধুতে কিছু উপাদন আছে যা ধীরে ধীরে চুলের রং পরিবর্তন করতে সহায়তা করে। অর্থাৎ প্রাকৃতিকভাবে চুল হাইলাইট করার জন্য দারুণ কার্যকর মধু।
3 টেবিল চামচ মধুর সাথে 1 চামচ পানি মিশিয়ে তা পরিষ্কার চুলে এক ঘন্টা লাগিয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন। সপ্তাহ একবার
ব্যবহারে ভালো ফলাফল পাবেন।
3) শ্যাম্পু
চুল পরিষ্কার করে অপরিহার্য শ্যাম্পু, মধু চুলের নমনীয়তা বজায় রেখে চুলকে স্বাস্থ্যউজ্জল করে তোলে।
পছন্দের শ্যাম্পুর সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে সাধারণ ভাবে মাথা ও চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন।
4) চুলের কন্ডিশনার
মধুতে থাকে এনজাইম অনুজ্বল চুলকে উজ্জল করে, পাশাপাশি নারিকেল তেল চামড়ার বাইরের স্তরে পুষ্টি জোগাতে সহায়তা করে।
এক টেবিল চামচ মধুর সাথে 2 চামচ নারিকেল তেল মিশিয়ে চুলে লাগান ভালো ভাবে মালিশ করুন এবং 20 মিনিট পরে চুল পরিষ্কার করে ফেলুন।
5) গোসলে মধু
দিন দিন দূষিত হচ্ছে পরিবেশ। আর এই দূষনের করনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্বক।
এক টেবিল চামচ মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে বালতির পানিতে ঢেলে গোসল করুন।এতে ত্বক পরিষ্কার থাকবে এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ত্বক রক্ষা পাবে।
সব ধরনের তথ্য পেতে বিডিনার্সিং২৪ এর সাথে থাকুন। সুস্থ্য থাকুন সুন্দর থাকুন।