👩💼স্টাফ রিপোর্টার: খান রুপা -ঢাকা। ⏰তারিখ:২০/১০/২০২০ ইং
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ বছরের একটি অবিবাহিত মেয়ের সমস্ত জরায়ুতে মিললো ৩২ টি টিউমার। জরায়ু থেকে একটি টিউমার অপসারণ করাই তো অনেক হুমকির মুখে পরতে হয়, জরায়ু রেখে এত টিউমার অপসারণ করা প্রায় অসম্ভব।
সেখানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা.নুসরাত আরা ইউসুফ জরায়ু রেখে ৩২টি টিউমার অপসারণ করে অসম্ভব কে সম্ভব করেছেন।