নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২০
মানবদেহে পরীক্ষার জন্য চীনের সিনোভেক কোম্পানির করোনার টিকা ১৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে। এ মাসের শেষ নাগাদ নিবন্ধিত স্বাস্থ্যকর্মীদের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে এই টিকা। আইসিডিডিআরবি’র গবেষকরা জানান, প্রত্যেকের শরীরে টিকার দুটি করে ডোজ প্রয়োগ করা হবে। আর এর ফল পেতে সময় লাগবে অন্তত ৬ মাস।
করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী টিকা আবিস্কারের মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানী ও গবেষকরা। এখন পর্যন্ত সারা বিশ্বে ৯টি টিকার তৃতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ মানবদেহে প্রয়োগের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। তার একটি চীনা কোম্পানী সিনোভেকের টিকা যার তৃতীয় ধাপের পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশে। সরকারের অনুমতি পাবার পর পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে আইসিডিডিআর’বি।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চীন থেকে ১৫ হাজার টিকা আনা হবে। দেশের ৭টি হাসপাতালের ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীর তালিকা চূড়ান্ত করেছে আইসিডিডিআরবি, যাদের এখনো করোনা হয়নি এবং স্বেচ্ছায় এই টিকা গ্রহণে রাজি হয়েছে। ২ মাসের মধ্যেই তাদের শরীরে দুই ডোজ করে টিকা প্রয়োগ করা হবে। যার ফল পেতে সময় লাগবে ৬ মাস বলে জানান, আইসিডিডিআর’বির জ্যোষ্ঠ বিজ্ঞানী ড. কে জামান।
দেশের জন্য এটি নতুন ধরণের গবেষণা। এই গবেষণা দেশের জন্য যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিএসএমএমইউ‘র ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান মোহা. সায়েদুর রহমান জানান, এই পরীক্ষার ফলে দেশের চিকিৎসা গবেষণা অনেকটা এগিয়ে যাবে। তাঁর মতে, সফলতা পাওয়া গেলে বাংলাদেশ টিকাও উৎপাদন করতে পারবে।
তিলক বালা/বিডিনার্সিং২৪