👤সিনিয়র রিপোর্টারঃ তিলক বালা |🕑১৭.১১.২০২০ইং
গোপালগঞ্জের গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার শেখ সাজ্জাদ হোসেনকে পিটিয়ে আহত করেছে চিকিৎসা নিতে আসা এক রোগী।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আজ দুপুরে গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা: শেখ সাজ্জাদ হোসেন আউটডোরে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।
এসময় সিরিয়াল ভঙ্গ করে নাজিম খন্দকার নামে এক রোগী তাকে আগে দেখতে বলে, পরে এ নিয়ে ডাক্তার ও চিকিৎসা নিতে আসা রোগীর সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ডাক্তারকে লাঠি দিয়ে এলোপাতারি ভাবে পিটিয়ে আহত করে।
এসময় আহত হয় ডাক্তারের সহকারী কাজী ওবায়দুর রহমান। তাদের গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসাবাড়ী এলাকার ফটিক খন্দকারের ছেলে নাজিম খন্দকারের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলার প্রস্ততি চলছে।
পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি , গ্রেফতারের চেষ্টা চলছে আসামীর বিরুদ্ধে।