ডেস্ক রিপোর্টঃ স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, স্বানাপের নতুন কমিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিএনএ’র সাথে সমন্বয় করে নার্সদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে।
বিএনএ ওসমানী শাখার নেতৃবৃন্দ স্বানাপ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নবনির্বাচিত সভাপতি সন্তোষ কুমার রুদ্র ও সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলমসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।