👤সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন।
🕒 নভেম্বর ১৯, ২০২০।
স্বানাপ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নবগঠিত কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রামস্থ বেকার নার্সেস এসোসিয়েশন ও স্টুডেন্ট নার্সেস এর নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন স্বানাপ চমেকহা এর সাবেক সফল সভাপতি রতন কুমার নাথ এবং স্বানাপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সম্পাদক এস.এম.আজাদসহ বর্তমান কমিটির বিজ্ঞান ও গবেষনা বিষয়ক সম্পাদক রাজিব দে সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এসময় বেকার ও স্টুডেন্ট নেতৃবৃন্দ চট্টগ্রামে অবস্থিত সকল বেসরকারি হাসপাতাল থেকে ভূয়া, অবৈধ এবং নন-রেজিস্টার্ড নার্সমুক্ত করার মাধ্যমে নার্সিং সেবার গুনগতমান উন্নয়নে নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দের সহযোগীতা ও আশু পদক্ষেপ কামনা করেন।
স্বানাপ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান সভাপতি সন্তুশ কুমার রৌদ্র সকলের দাবী পূরনে সহায়তার আস্বাস দেন এবং নার্সিং এর উন্নয়নে নানামুখী পদক্ষেপ ধীরে ধীরে বাস্তবায়ন করার জন্য সকলকে সাথে থাকার আহ্বান জানান।
এসময় বাংলাদেশ বেকার নার্সেস এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে সুজন দাশ, সানুচিং চৌধুরী, মোঃ জিহাদ, নুরুল ইসলাম, লিমন বড়ুয়া, সোহাগ মিয়া, সিং মং মারমা, সন্তু বড়ুয়া, শান্তু ধর সহ চট্টগ্রামস্থ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট এবং কলেজের স্টুডেন্ট নার্সেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।