আদনান ফারাবী, ঢাকাঃ দেশের নার্সিং ভর্তি কোচিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিংয়ের কুষ্টিয়া শাখার উদ্বোধন ও অরিয়েন্টেশন আজ অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়া আদ্ব দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ বিথী বাড়ৈ এর সভাপতিত্বে আজ বিকাল ৩ টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজিয়া বেগম। এসময় আরও উপস্থিত থাকবেন গার্ডিয়ান নার্সিং কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাব্বির মাহমুদ তিহান, নার্সিং শিক্ষার্থী শ্রাবনী মন্ডল, শাখা ব্যাবস্থাপক মনিরুল ইসলাম, বশির আহমেদ প্রমূখ।
কুষ্টিয়ার প্রানকেন্দ্রে পেয়ারাতলায় অবস্থিত কুষ্টিয়া সিটি পলিটেকনিক ভবনে কুষ্টিয়া শাখার ভর্তি কোচিংয়ের কার্যক্রম পরিচালিত হবে। দেশের দশম শাখা হিসেবে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিংয়ে কুষ্টিয়া শাখার নাম যোগ হলো।
কুষ্টিয়া শাখার ব্যাবস্থাপক বশির আহমেদ ও মনিরুল ইসলাম জানান, কুষ্টিয়ায় অনেক শিক্ষার্থী নার্সিং পেশায় আসতে আগ্রহী। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য পূর্নাঙ্গ গাইডলাইন দেয়ার মতো কোনো কোচিং এর আগে কুষ্টিয়া ছিলো না। গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং কুষ্টিয়া শাখা শিক্ষার্থী সর্বচ্চ সহযোগিতা করে তাদের পাশে থাকবে।
তিনি আরও জানান, গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং সাফল্যের ৬ষ্ঠ বছরে দেশব্যাপী ১০ টি শাখার কার্যক্রম চলমান। নিজস্ব লেকচারশীট ভিক্তিক ও গার্ডিয়ান গাইড সিরিজের গার্ডিয়ান নার্সিং ভর্তি গাইড রয়েছে। প্রতিবছর প্রায় ৭০% শিক্ষার্থী সরকারি বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে চান্স পেয়ে থাকে। প্রতিটি বিষয়ের উপর ১০ টি লেকচারশীট ও বিষয়ভিত্তিক ক্লাসটেস্ট ও ১০ টি পূর্নাঙ্গ মডেল টেস্ট নিয়ে থাকে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং। সরাসরি ঢাকা থেকে পরিচালিত গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার জন্য সকলের সহযোগিতা চান তিনি।