হালিমা খাতুন, সিলেট ব্যুরো: গার্ডিয়ান নার্সিং বুক সিরিজের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি গাইড বিতরনের ধারাবাহিকতায় গত ৩০/১১/২০২০ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাও এলাকার ২জন মেধাবী শিক্ষার্থী সাইদুল ইসলাম ও মিলি আক্তার কে ২ভর্তি গাইড প্রদান করা হয়। বইগুলি গার্ডিয়ান বুক সিরিজের পক্ষ থেকে ক্যাম্পাস এম্বাসেডর শরফ উদ্দিন জামান প্রদান করেন।
শরফ উদ্দিন জামান জানান- ২জন মেধাবী শিক্ষার্থী বিএসসি ইন নার্সিং এ পড়তে আগ্রহী হলে আমি সেটি গার্ডিয়ান বুক সিরিজের সম্পাদক জনাব সাব্বির মাহমুদ তিহান কে জানাই। তখন তিনি বিষয়টি আমলে নেন। এবং ২টি বই সম্পুর্ন বিনামুল্যে শ্রীমঙ্গল পৌছে দেন (কুরিয়ার খরচসহ)।
তিনি আরও বলেন ওই ২ শিক্ষার্থী জনাব সাব্বির মাহমুদ তিহান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং দোয়া প্রার্থনা করেন।