স্টাফ রিপোর্টার:রাবিয়া আক্তার মীম
দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে খুলনায়। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা,আইন ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
মন্ত্রী পরিষদের সচিব এক ব্রিফিং এ বলেন,মন্ত্রীসভা আজ খুলনা বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে “শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন ২০২০” খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ আইনের মাধ্যমে চিকিৎসা শাস্ত্রে উচ্চশিক্ষা,গবেষণা,সেবার মান এবং সুযোগ সুবিধার সম্প্রসারণ ও উন্নয়ন ঘটবে।
এর মাধ্যমে খুলনা অঞ্চলের সকল মেডিকেল কলেজ,নার্সিং কলেজ বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত ইনস্টিটিউট এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে।
রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য যে আইন প্রণয়ন করা হয়েছিল তার সাথে সামঞ্জস্য রেখে একই রকম আইন করা হয়েছে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য।অতিশীঘ্রই এর কাজ শুরু হবে বলে জানানো হয়।