👤স্টাফ রিপোর্টারঃমরিয়ম, চাঁদপুর
🕧০৭.০৯.২০২০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি পর্যটক প্রিয় জলাধারের কাছে বনে দাবানলের কারণে আটকে পড়া ১৬৩ জনকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।
তাদের মধ্যে অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন বেশ গুরুতর দগ্ধ হয়েছেন বলেও জানান জরুরি সেবা কর্মকর্তারা।
বিবিসি জানায়, সিয়েরা ন্যাশনাল ফরেস্টের প্রায় ৩৬ হাজার একর জায়গা জুড়ে আগুন জ্বলছে। শুক্রবার সেখানে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। যার ফলে কাছেই ‘ম্যামথ পুল রিজার্ভার’র বেড়াতে আসা লোকজন আটকা পড়ে যায়। প্রতি বছর প্রচুর পর্যটক এখানে শখের নৌকা চালাতে ও মাছ ধরতে আসেন।
সেখানে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেন্টিগ্রেডে উঠে গেছে। পুরো ক্যালিফোর্নিয়া জুড়েই এখন তাপদাহ চলছে।
ন্যাশনাল ফরেস্ট মুখপাত্র ডান টিউন বলেন, বনের আগুন ক্যাম্পসাইটের কতটা কাছে পৌঁছে গেছে তা এখনো তিনি জানেন না।
দাবানল আরো ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায় মাডেরা কাউন্টির বেশ কিছু জায়গা খালি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
গত ১৫ অগাস্ট থেকে ক্যালিফোর্নিয়ায় প্রায় এক হাজার দাবনলের সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সময় বজ্রপাতের কারণে বনে আগুন ধরে যায়। তাপদাহর মধ্যে শুষ্ক ও গরম বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।।