বাংলাদশে স্বাধীনতার স্বপক্ষের নার্সিং সংগঠন “স্বাধীনতা নার্সেস পরিষদ” (স্বানাপ) এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমানের পিতা শেখ আব্দুল ওয়াহাব গত ১১/১২/২০২০ইং রোজ শুক্রবার ভোর ৪.৪৫টার সময় বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় খুলনা শেখ আবু নাসের স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, সন্তানসন্ততি , নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বাধীনতা নার্সেস পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইকবাল হোসেন সবুজ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি জনাব কামাল হোসেন পাটওয়ারী, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), সিলেট শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাসসহ বিএনএ, সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর সভাপতি মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
বিডিনার্সিং২৪ পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।