সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

“কুয়েতে নার্স নিয়োগ”

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪১৩ Time View

স্টাফ রিপোর্টার :খান রুপা-ঢাকা।
তারিখ:২১-০৯-২০২০ইং

কুয়েত সরকার কতৃক বাংলাদেশ থেকে ১০০(একশত)জন Intensive Care Unit (ICU)ডাক্তার এবং ৫০০(পাঁচশত)জন Intensive Care Unit(ICU)নার্স নিয়োগ বিষয়ে স্পষ্টীকরন প্রসঙ্গে ২৭/০৮/২০২০ইং উপযুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে,করোনাকালীন এ দূর্যোগে ১০০(একশত)জন Intensive Care Unit(ICU)ডাক্তার প্রেরণের সুযোগ নেই তবে স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার ২০/০৮/২০২০ইং তারিখে ৪৫,০০,০০০০,১৭২,৯৯,-২১৭ সংখ্যক পদের নিদর্শনা মোতাবেক ৫০০জন(ICU)নার্স প্রেরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রদানের নির্দেশক্রমে অবহিত করা হলো।

[মোঃআবু রায়হান মিঞা]
উপসচিব
ফোন:৯৫৪৯১২৮

সচিব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ ভবন।

দৃষ্টি আকর্ষণ উপসচিব (কর্মসংস্থান-২ শাখা)

অনুলিপি
১। সচিব মহাদেয় একান্ত সচিব স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয় ঢাকা।

২। সিস্টেম এনালিস্ট,কম্পিউটার সেল,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়(পত্রটি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো)।

৩। অতিরিক্ত সচিব(প্রশাসন)মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা,স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

৪। যুগ্নসচিব(পার)মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা,স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102