👤স্টাফ রিপোর্টার-জাহিদ হাসান,ঢাকা🕛৩১.০৮.২০২০
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এর সেবা তত্বাবধায়ক শাহনারা আক্তার শানু শারীরিক অসুস্থতা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ ৩০.০৮.২০২০ রোজ রবিবার সন্ধ্যা ৭টায় হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে অত্র হাসপাতালের সি সি ইউ ইউনিটে তাকে ভর্তি করানো হয়।
তার সুস্থতা কামনা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর মহাসচিব সাব্বির মাহমুদ তিহান।তার সহকর্মী ও নার্স সমাজের আশা খুব দ্রুতই তিনি সুস্থ্য হয়ে কর্মস্থলে ফিরে আসবেন এবং স্বাস্থ্যসেবায় নিরলস দায়িত্ব পালন করবেন।