জাহিদ হাসান: কুমিল্লার সিভিল সার্জন কর্তৃক নার্সদের সুরক্ষা পোশাক সাদা এপ্রণ পড়া নিষিদ্ধ ঘোষণা করায় নার্সদের প্রতিবাদ চলছে. আজকুমিল্লার সর্বস্তরের নার্সরা কুমিল্লা শহরে সুরক্ষা পোষাক পরিধানের দাবিতে এই বিক্ষোভ করে।
নার্সরা জানায় কুমিল্লা সিভিল সার্জন এপ্রোন পরিধানে বাঁধা প্রদান ও বিভিন্নভাবে এপ্রোন না পরার জন্য চাপ প্রয়োগ করছেন।এজন্য সারাদেশের নার্সদের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে। নার্সরা আরও জানায় অবিলম্বে নার্সদের সুরক্ষা পোষাক তথা সাদাএপ্রোন পড়ার অনুমতি ও সুষ্ঠ কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে।
এছাড়াও “সিনিয়র স্টাফ নার্স” পদবী পরিবর্তনের দাবী সহ সাদা এপ্রন ইস্যূতে সারাদেশের নার্স সমাজের মধ্যে দীর্ঘদিনের চাপাক্ষোভ একদিন বিস্ফোরিত হবে এমনটাই বলছেন সাধারন নার্সরা। এজন্য তারা মাননীয় মহাপরিচালক, নার্সিং ওমিডওয়াইফারি অধিদপ্তর, মহাখালী ঢাকা এর হস্তক্ষেপ কামনা করেন।
কুমিল্লার ঘটনায় স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর মহাসচিব ইকবাল হোসেন সবুজ বলেন, এপ্রোন কোনো মেডিকেলীয় পোষাক নয়। এটি একটি সাদা সুরক্ষা পোষাক (White Protecting Coat)। সাদা এপ্রোন স্বাস্থ্য সেবায় অংশগ্রহনকারী যে কেউ পড়তে পারে। তাছাড়া নার্সরা কি ড্রেস তা নিয়ে সিভিল সার্জনের বলার কোনো এখতিয়ার নেই। এজন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর রয়েছে।