স্টাফ রিপোর্টারঃ মরিয়ম, চাঁদপুর
বৃহস্পতিবা, ১০.০৯.২০২০
কিশোরগঞ্জ ও চাঁদপুরে দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে দুটি বিল পাস হয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ এবং ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০২০’ পৃথকভাবে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিল দুটির ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।
গত ২৯ জুন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ স্থাপনে ওই বিল সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী।
পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া আইনটি প্রণয়ন করা হয়েছে।
আর ২৩ জুন ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল- ২০২০’ সংসদে তোলেন শিক্ষামন্ত্রী।