আদনান ফারাবি: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসেন পাটোয়ারীর ৪৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিএনএ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
আজ ২১ই নভেম্বর এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। নার্স নেতা কামাল হোসেন পাটোয়ারী ১৯৭৫ সালের ২১শে নভেম্বর কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। জননন্দিত এই নার্স নেতা চট্টগ্রাম নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড অর্থোপেডিকস কোর্স সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন।