রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

করোনায় মৃত্যু হলে লাভবান হচ্ছেন ডাক্তার স্বাস্থ্যকর্মীরাঃ ট্রাম্প (ভিডিও সহ)

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ১১১৯ Time View
ছবি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে যেসব মৃত্যু ঘটছে তা থেকে লাভবান হচ্ছেন দেশের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

আমেরিকায় যখন করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রণের মাত্রা বাড়ছে তখন এ বক্তব্য দিলেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড স্পর্শ করেছে আমেরিকা।

এদিন এক লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শুক্রবার উইসকনসিনের গ্রিন বে-তে নির্বাচনী সমাবেশে করোনায় মৃত্যু প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তবে আমাদের ডাক্তাররা অর্থ পান। আপনারা সবাই এটা জানেন। ঠিক না? আমি বলতে চাইছি যে, আমদের ডাক্তাররা খুবই স্মার্ট।

উইসকনসিনের বিরোধী ডেমোক্রেটিক দলের গভর্নর ওই অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন তার সমালোচনা করে ট্রাম্প বলেন, জো বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে তিনি ছুটির দিনে অথবা অন্য কোনো বিশেষ উপলক্ষে সমাবেশ করতে দেবেন না। সেজন্য আপনাদেরকে নিজেদের অঙ্গরাজ্য উন্মুক্ত রাখতে হবে।

এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য দিয়েছেন। গতকালের সমাবেশেও তাই করেন। এ সময় সমাবেশে উপস্থিত তার বহু সমর্থকের মুখে মাস্ক ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102