শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

করোনায় মারাত্মক প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যেঃ ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৬০৪ Time View

 

সিনিয়র রিপোর্টারঃ আলমগীর হোসেন,ঢাকা
তারিখঃ ১০ অক্টোবর, ২০২০

‘সবার জন্য মানসিক স্বাস্থ্য: অধিক বিনিয়োগ অবাধ সুযোগ’ স্লোগান নিয়ে আজ শনিবার (১০ অক্টোবর, ২০২০) পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার কারনে বিশ্বজুড়ে মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে।গত জুন থেকে আগস্ট মাসে ৯৩টি দেশে পরিচালিত জরিপের উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার সতর্কতা জারি করে বলেছে, করোনাভাইরাসের সংকটময় সময়ে মানসিক স্বাস্থ্য উপেক্ষা করা হয়েছে।

আজ শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দি বিগ ইভেন্ট ফর মেন্টাল হেলথ’ নামের এক অনুষ্ঠান আয়োজন করে। তাতে মানসিক স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানোর আহবান জানান ডব্লিউএইচও।

এএফপির প্রতিবেদনে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের অন্তর্ভুক্ত ১৩০টি দেশের ৮৩ শতাংশ করোনা মহামারী বিষয়ক পরিকল্পনায় মানসিক স্বাস্থ্যের বিষয়টি অন্তুর্ভুক্ত করেছে। তবে এর মধ্যে মাত্র ১৭ শতাংশ তাদের প্রয়োজনীয় পূর্ণ তহবিলের বরাদ্দ দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক পরিচালক দেভোরা কেসটেল ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে মানসিক স্বাস্থ্য কে কোভিড-১৯ এর এক উপেক্ষিত দিক উল্লেখ করে এই খাতে অবিলম্বে তহবিল বাড়ানোর তাগিদ দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিভিন্ন দেশ তাদের জাতীয় স্বাস্থ্য খাতে মোট বাজেটের ২শতাংশেরও কম বাজেট থাকে মানসিক স্বাস্থ্য খাতের জন্য। করোনার কারনে এ খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন বাড়ছে।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শোক, ভয়,আয় কমে যাওয়া,আইসোলেশন সহ বেশ কয়েকটি কারনে মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়ে। মানসিক স্বাস্থ্যে করোনার প্রভাব নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102