সিনিয়র রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২০
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস(আইসিএন) এর তথ্য মতে সারাবিশ্বে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজারের বেশি নার্স। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস(আইসিএন) এ তথ্য জানিয়ে বলেছে, সঠিক সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।
নার্সদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা না করায় বিভিন্ন দেশের সরকারের সমালোচনাও করেন আইসিএন।
যেসকল দেশ থেকে নার্সদের বিষয়ে আলাদা আলাদা তথ্য পাওয়া গেছে সেসব তথ্যের ভিত্তিতে আইসিএন জানায়, কোভিড-১৯ শুরু হবার পর থেকে এ পর্যন্ত ১ হাজারের বেশি নার্সের মৃত্যু হয়েছে।
আইসিএন এর রিপোর্ট অনুসারে বিশ্বের ৪৪টি দেশে ১ হাজার ৯৭ জন নার্সের মৃত্যু হয়েছে। এ সংখ্যাটি ১৪ আগস্ট পর্যন্ত সময়ে।
তাদের তথ্য মতে সর্বাধিক নার্সের মৃত্যু হয়েছে ব্রাজিলে ৩৫১ জন।দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোতে মৃত্যু হয়েছে ২১২ জন নার্সের। এছাড়াও অন্যান্য সকল উপাত্ত থেকে তারা জানায় ১৪ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৪৭৮ জন নার্স কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছে।
আইসিএন এর প্রেসিডেন্ট এনেত্তি কেনেডি এ রিপোর্টকে বেশ উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন,নার্সদের অবমূল্যায়ন এবং তাদের কম বেতনে কাজ করানো হয়। এসব বিষয় শোধরাতে সরকারগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে আইসিএন।