সুমন, ঢাকা :: জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নার্সিং কর্মকর্তা রোকেয়া আখতার আসমানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, একজন ফ্রন্ট লাইন যোদ্ধা হয়ে কোভিড-১৯ রোগীর সেবা করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।