বিডিনার্সিং২৪ ঃকরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রান দিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা বেগম পারুল। এ নিয়ে দেশে করোনায় নার্সদের মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৮।
আজ ৩রা ডিসেম্বর ভোর ৬ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি ১৯৮৬ সালে তৎকালীন ময়মনসিংহ নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স সম্পন্ন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, স্বাধীনতা নার্সেস পরিষদ, বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি, সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস সহ নার্সিং ছাত্র সংগঠনগুলো।