জাহিদ হাসানঃ এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনসট্রাক্টর রহিমা খরাতুন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজীউন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ তাজমিন আরা হেনা।
আজ ৩রা নভেম্বর মধ্যরাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
নার্সিং ইনচার্জ হেনা বিডিনার্সিং২৪ কে জানান, গত ২২ দিন যাবত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা টেস্ট নেগেটিভ আসলেও তীব্র শ্বাসকষ্ট থাকায় ডাক্তারের পরামর্শে তাকে সিটিস্ক্যান করানের সময় তার পুনরায় করোনা পজিটিভ আসে।
করোনায় মৃত্যু বরণ করা রহিমা খাতুন ১৯৮৯ সালে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে নার্সিং শিক্ষা শুরু করেন। ১৯৯৮ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তার একমাত্র কন্যা এবছর ১০ শ্রেণির শিক্ষার্থী।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস। এক শোকবার্তায় সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান গভীর শোক প্রকাশ করেন।