👤স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
⏱️২৮ আগস্ট ২০২০
বাংলাদেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাক্সিন নিয়ে আসছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ভ্যাক্সিন নিয়ে আসতে সহযোগিতা করছে ইন্ডিয়ান কোম্পানি সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া। কোম্পানি দুটোর পক্ষ থেকে আজ (২৮ আগস্ট,শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্যতম বৃহৎ ঔষধ ও ঔষধের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোভিড-১৯ ভ্যাকসিন উন্নয়নে বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড । এই বিনিয়োগ অগ্রিম হিসেবে বিবেচিত হবে। ভ্যাকসিনটি যখন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাবে, তখন যেসব দেশ সবার আগে নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে তাদের মধ্যে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করবে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া ।
সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার মালিক ও প্রধান নির্বাহী আদর সি পুনাওয়ালা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর প্রধান শায়ান এফ রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, যেসব মানুষের সব থেকে বেশি প্রয়োজন তাদের কাছে পৌছে দেওয়ার লক্ষেই বাংলাদেশ এ ভারতের শীর্ষ দুইটি প্রতিষ্ঠান একসাথে কাজ করবে।