আফরিন আক্তার, ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে এবার প্রান হারালেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নার্সিং কর্মকর্তা রোকেয়া আখতার আসমানী। আজ ১৩ নভেম্বর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২.৫০ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন।
এর পূর্বে ১৫ জন নার্সিং কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। রোকেয়া আখতারের মৃত্যুতে এই সংখ্যা বেড়ে গিয়ে দাড়ালো ১৬। এর আগে ২৯ মে সর্বপ্রথম করোনায় আক্রান্ত হয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমীন মৃত্যু বরণ করেন।
এদিকে করোনায় নার্সের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনএ, স্বানাপ, বিবিজিএনএস, এসএনএসআর সহ বিভিন্ন নার্স সংগঠন।