স্টাফ রিপোর্টার: শান্তা আক্তার, কিশোরগঞ্জ। তারিখ ৩১শে আগস্ট, ২০২০
করোনা মহামারী পরিস্থিতিতে অনেক খেটে খাওয়া মানুষ না খেয়ে জীবন যাপন করছে। তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। নার্সরা সম্মুখ সারির যোদ্ধা। নার্সরা সম্মুখ সারিতে থেকে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন জীবন বাজি রেখে।
তেমনি নার্স তৈরির কারিগর বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট ও কলেজের নার্সিং ইনস্ট্রাক্টররাও থেমে নেই সামাজিক জনকল্যাণ মূলক কাজে। সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়িয়ে স্থাপন করেছেন উজ্জল দৃষ্টান্ত।
এবার করোনা মহামারীতে সন্মানীত গরীব দু:খী ও কর্মহীনদের মাঝে ত্রান বিতরন করেছে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট।গতকাল ৩১শে আগষ্ট তারা অনুষ্ঠানিকভাবে ত্রান বিতরণ কর্মসূচী পালন করে। ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট এর নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ জনাবা সেলিনা আক্তার।
এছাড়াও উক্ত ইনস্টিটিউটের সম্মানিত নার্সিং ইনস্ট্রাক্টর সকলের সহযোগীতায় এক ত্রান বিতরন কর্মসূচি সমপন্ন করা হয়। এছাড়াও কর্মসূচীতে অংশগ্রহন করেছে উক্ত ইনস্টিটিউটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
ত্রানের উপকরন সমূহের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল,লবণ, পেয়াজ, আলু, চিড়া,মুড়ি, প্যারাসিটামল ট্যাবলেট ও খাবার স্যালাইন । প্রায় ১০০পরিবারের মাঝে ত্রান উপকরণ বিতরণ করা হয়।