তারিফ হাসান, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোছাঃ শাহিদা আকতার, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার (২৪ আগস্ট) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহহি ওয়াইন্নাহ ইলাহি রাজিউন)। তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম নার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
বিশ্বস্তসূত্রে জানা গেছে যে, করোনা ছাড়াও তিনি দীর্ঘদীন যাবৎ ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসার জন্য তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে ভর্তি করা হয়েছিলো।
মোছাঃ শাহিদা আক্তার ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে Bdnursing24.com পরিবার গভীর শোক প্রকাশ করছে ।
এছাডাও নার্সদের অন্যান্য সংগঠন ঢামেকহার নার্সিং সুপারভাইজারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।