👤স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
🕦 ৫ সেপ্টেম্বর, ২০২০
নারায়নগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণ গ্যাস থেকে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনি।
শুক্রবার রাত পৌনে নয়টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের ইমাম,মুয়াজ্জিন,ফটো সাংবাদিক ও জেলা প্রশাসনের একজন কর্মচারী সহ দগ্ধ হন ৩৭ জন। সবাইকে ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস। আব্দুল্লাহ আরেফিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে মসজিদের তল দিয়ে গ্যাস লাইনের পাইপ রয়েছে।ওই পাইপের লিকেজ দিয়ে মসজিদের ভিতর গ্যাস জমে যায়। মসজিদের সকল দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস বাইরে বেরুতে পারেনি।
তিনি বলেন, বিস্ফোরণের আগে বৈদ্যুতিক কিছু চালু করার সময় হয়তো স্পার্ক করে। আর সেই স্পার্ক থেকেই এসিতে আগুন ধরে যেতে পারে এবং সেটা থেকেই মসজিদের বাইরে ট্রান্সফরমারেও আগুন ধরতে পারে।
আব্দুল্লাহ আরেফিন বলেন, আমরা প্রথমেই ধারনা করি বিস্ফোরণের সাথে বৈদ্যুতিক সম্পর্ক কম। পরে মেঝেতে থাকা পানিতে বুদবুদ উঠায় স্বন্দেহ হয়।পরবর্তীতে জানতে পারি মসজিদের নিচ দিয়ে তিতাস গ্যাসের লাইন আছে এবং পাইপে বেশ কিছু লিকেজ রয়েছে।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, আমরা ধারণা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করলে তারা দ্রুত এখানে এসে আমাদের ধারণাকে নিশ্চিত করে। তারা জানান- গ্যাসের লাইন থেকেই এই বিস্ফোরণ হয়েছে।