সিনিয়র রিপোর্টার -জাহিদ হাসানঃ -সারা দেশব্যাপী বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে এসবিজিএসএন ৫ম কার্যনির্বাহী পরিষদের ১৫৯সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিসটি ঘোষণা করা হল ।
আজ ৫ ডিসেম্বর ২০২০ তারিখে সভাপতি মাহাবুব হাসান রিফাত ও সাধারন সম্পাদক গোলাম রাসেল খান মনোনিত করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এসবিজিএসএন এর নবনির্বাচিত সভাপতি মাহাবুব হাসান রিফাত সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়ে বলেন আশা করব নিশ্চয় সকলের পদ পদবী ভুলে সংঘটনের কাজে নিজেদের জোড়ালো ভূমিকা রাখবে । সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে একমাত্র লক্ষ্য হিসেবে পাশে থাকবে এসবিজিএসএন এর সকল নেতৃবৃন্দকে । এভাবেই এগিয়ে যাক প্রানের সংঘটন এসবিজিএসএন ।
উল্লেখ্য বেসরকারি বিএসসি নার্সিং শিক্ষার্থীদের প্রাণের সংগঠন এসবিজিএসএন এর যাত্রা শুরু ২০১৫ সাল থেকে।