স্টাফরিপোর্টার-সুরাইয়া, নাটোরঃ ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ও পারস্পরিক যোগাযোগ নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে করোনাকালীন এক দিনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ এর আয়োজন করে সোসাইটি অব বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস (এসবিজিএসএন)
আজ ২৯/১/২০২১ রোজ শুক্রবার ৪ কলেজের অংশগ্রহনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ গাজিপুর এ। উক্ত খেলার উদ্ভোদন করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর টঙ্গী জেনারেল হাসপাতাল শাখার সভাপতি মাহফুজুর রহমান লিটন এবং এসবিজিএসএন এর সাবেক সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। সভাপতিত্ব করেন এসবিজিএসএন এর বর্তমান কমিটির সভাপতি মাহাবুব হাসান রিফাত।
উদ্ভোদন কালে মাহফুজুর রহমান লিটন বলেন হাসপাতালে নার্সিং সেবা ও শিক্ষার্থীদের পড়াশোনার ফাকে এরকম খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করলে নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্পর্ক উন্নয়ন হবে।
মোট চার দলের অংশগ্রহনে সীমিত আকারের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এ অংশ নেয় কেপিজি নার্সিং কলেজ,ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ,তাইরুন্নেছা মেমোরিয়াল নার্সিং কলেজ(টিএমএমসি) ও ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ।
অংশগ্রহণকারী টিমের সদস্যরা জানান করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর এরকম আয়োজন করায় সবার সাথে সাক্ষাতের সুযোগ মিলেছে।
এসবিজিএসএন এর সভাপতি মাহাবুব হাসান রিফাত জানান ভবিষ্যতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বৃহৎ পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হবে।