আদনান ফারাবি: এশিয়া প্যাসিফিক অ্যাকশন অ্যালায়েন্স অন হিউম্যান রিসোর্স ফর হেলথ (এএএএইচ) অ্যাওয়ার্ডে বাংলাদেশে প্রথম বারের মত পুরষ্কৃত হলেন মিডওয়াইফ কারিমা আক্তার।
বুধবার বিকালে ভার্চুয়াল সভায় আনুষ্ঠানিক ভাবে কারিমা আক্তারের নাম ঘোষণা করেন এএএএইচ এর নির্বাহী প্রধান। তিনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফারি অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি চট্টগ্রাম নার্সিং কলেজের মিডওয়াইফারি ১ম ব্যাচের ছাত্রী ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিডওয়াইফ কারিমা আক্তার বিডিনার্সিং২৪ কে বলেন, আমি খুবই আনন্দিত। এই এ্যাওয়ার্ড সকল নার্স ও মিডওয়াইফ জাতিরকাজের পরিধি আরও বাড়িয়ে দিবে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, মহান সৃষ্টিকর্তা আমাকে যতদিন সুস্থ রাখবে আমি সাধ্যমত মানব সেবা করে যাবো। এজন্য সবার দোআকামনা করেন। এ সম্মাননা লাভ করায় দেশের সর্বস্তরের মিডওয়াইফরা তাকে অভিনন্দন জানিয়েছে।
Advertise