স্টাফ রিপোর্টারঃ শাহরিয়ার রিমন, দিনাজপুর
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার হবে কি-না তা নিয়ে আগামীকাল বুধবার(৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
গত ১৭ মার্চ থেকে করোনা মহামারীর জন্য বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য উদ্বেগ ও চিন্তায় আছেন সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা।
মূলত এসব বিষয়ে কথা বলার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষামন্ত্রী বুধবার দুপুর ১২ টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।