ইউনাইটেড হাসপাতাল থেকে করোনায় মৃত রুশ নাগরিকের লাশ উদ্ধার
🤵 স্টাফ রিপোর্টার: অপূর্ব মৃধা , ঢাকা।
🕛১৫ সেপ্টেম্বর ২০২০
রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে করোনাভাইরাস পজিটিভ এক বিদেশী নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই বিদেশী নাগরিকের নাম ব্লাগো রোডভ (৫৬)। ময়না তদন্তের জন্য সোমবার বিকেলে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক কেন্দ্রের গ্রীণ সিটিতে চাকরি করতেন।
গুলশান থানার এসআই আনোয়ারুল ইসলাম বলেন, মৃত ব্লাগো রোডভ রাশিয়ার নাগরিক। তার বাবার নাম রেমোবিচ জিওরগি। গত ৭ সেপ্টেম্বর থেকে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ব্লাগো রোডভ রোববার রাতে মারা যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।