স্টাফ রিপোর্টার-নাদিয়া রহমান,ঢাকা
তারিখ -০৭.০৯.২০২
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় নতুন করে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।
আজ সোমবার বেলা একটার দিকে উপজেলা চত্বর থেকে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জামান।
ইউএনও কার্যালয়ের এক কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই দুজন হলেন উপজেলা ভূমি কার্যালয়ের গাড়িচালক ইয়াসিন আলী (২৮)। তাঁর বাসা উপজেলা সংলগ্ন চক বামুনিয়া বিশ্বনাথপুর এলাকায়।
অপরজন হলেন ইউএনওর বাসভবনের পরিচ্ছন্নতাকর্মী অরসোলা হেমব্রম (৩৬)। প্রায় ১৪ বছর ধরে তিনি ওই বাসায় পরিচ্ছন্নতার কাজ করতেন। তাঁর বাসা উপজেলার মিশন আবিরপাড়া এলাকায়।