👩সিনিয়র রিপোর্টারঃমরিয়ম আক্তার,চাঁদপুর
🕓২২ সেপ্টেম্বর. ২০২০
গোটা বিশ্বে চলছে করোনার তান্ডব।ঝড়ছে নিত্যদিন অসংখ্য তাজা প্রান।
করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার পর যুক্তরাজ্যে আবারও তা বাড়তে শুরু করেছে। চলতি মাসের শুরু থেকে করোনার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এই অবস্থায় দেশটির সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স সতর্ক করে বলেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে অক্টোবরের মাঝামাঝি সময়ে গিয়ে দৈনিক সংক্রমণ ৫০ হাজারে পৌঁছাতে পারে।
করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন প্রায় ৫২ হাজার রোগী। সর্বশেষ তিন দিন, অর্থাৎ ১৮ সেপ্টেম্বর সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩২, ১৯ সেপ্টেম্বর শনাক্ত হয়েছে ৪ হাজার ৪২২ এবং ২০ সেপ্টেম্বর শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৯৯ জন।
স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেন, ওই সময়ের প্রায় এক মাস পর, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে গিয়ে প্রতিদিন ২০০ জনের বেশি করোনায় মারা যেতে পারেন।
সূত্রঃবিবিসি