সৈকত, ঢাকা: শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ স্থাপিত হচ্ছে অত্যাধুনিক লিকুইড অক্সিজেন প্ল্যান্ট।
আশেপাশের জেলার মধ্যে শুধু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে এই ধরনের প্ল্যান্ট। এখন আর অক্সিজেন আনতে ঢাকা বা ময়মনসিংহ যাওয়া আসা করা লাগবে না। করোনা কালীন সময়ে আমাদের প্রতিদিন অক্সিজেন আনতে সিলিন্ডার ঢাকা পাঠাতে হয়েছিল। এখন অন্য জেলা চাইলে আমাদের কাছ থেকে অক্সিজেন নিতে পারবে। আগামী বুধবারের মধ্যে এই প্ল্যান্ট কার্যকর করা যাবে বলে আশা করা যাচ্ছে।
ধারন ক্ষমতা তরল লিটারে ২০০০০ লিটার, গ্যাস লিটারে ১৬৮৬০০০০ লিটার।