নিজস্ব প্রতিবেদক, তারিখঃ ০৩ অক্টোবর,২০২০
চাকরির বর্ণনাঃ
আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিঃ এ “স্টাফ নার্স – (ICU/GENERAL)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি। উল্লেখিত পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক।
পদ সমুহঃ
পদের নাম: “স্টাফ নার্স – (ICU/GENERAL) –”
পদ সংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা:
বিএসসি / ডিপ্লোমা নার্সিং বিষয়ে
আইসিইউতে কাজ করার নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)
বেতন: আলোচনা সাপেক্ষ
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন
ভর্তি রোগী তত্ত্বাবধান করা।
ইনডোর ও আউটডোর রোগী সহায়তা প্রদান করা।
রাউন্ডের, নোট, বিভিন্ন কাজ ও সঠিক অর্ডার বাস্তবায়ন করতে ডক্টরকে সহায়তা করা।
প্রতিদিনের বিভিন্ন রেজিস্ট্রার তত্ত্বাবধান করা যেমন পেশেন্ট, রোগ, ডক্টর অর্ডার শীট, মেডিসিন চেক ইত্যাদি।
রোগীর সাথে নিয়মিত কথাবার্তা বলা ও সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কাজ করা।
বিভিন্ন রেজিস্ট্রার আপডেট করা যেমন হেলথ কার্ড, সার্ভিস ডেলিভারি, আঘাত ইত্যাদি।
ডিপ্লোমা/ বি,এস, সি ইন নার্সিং ও বি, এন, সি পরীক্ষায় উর্ত্তীন হতে হবে ।
সরকার কর্তৃক স্বীকৃত কোন হাসপাতালে সুপারভাইজাইজিং নার্স পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স ২২ থেকে ৪০ বছর
উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
কোম্পানীর সুযোগ সুবিধাদি
লাঞ্চ সুবিধা: সম্পূর্ণ ভর্তুকি
থাকা ও খাওয়ার ব্যবস্থা
কাজের শেষে স্বীকৃতি সনদ প্রদান করা হবে।
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের ৩১/১০/২০২০ ইং তারিখের মধ্যে hrakmmch2020@gmail.com & info@akmmch.com সিভি এ জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য বলা হলো।
আবেদনের শেষ তারিখ: ৩১/১০/২০২০ ইং
কোম্পানির তথ্যাবলী
আনোয়ার খান মডার্ন হসপিটাল লিঃঠিকানা: হাউজ – ১৭, রোড – ৮, ধানমন্ডি – ১২০৫, ঢাকাওয়েব: www.akmmch.com