স্টাফ রিপোর্টার:রাবিয়া আক্তার মীম।
ফুলপুর,ময়মনসিংহ।
আজ বুধবার(১৪ অক্টোবর) ৫১তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে থাকে।
এ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন(বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিএসটিআই এর প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভা সহ প্রচার-প্রচারণামূলক বক্তব্য প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচার সহ মোবাইল ফোনে এসএমএস প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার,ফেস্টুন,প্ল্যাকার্ড লাগানো হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকেই পৃথক পৃথক বাণী উপস্থাপন করেছেন। দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় তেজগাঁওস্থ বিএসটিআই এর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।