স্টাফ রিপোর্টারঃ আফিয়া মারিয়া
তারিখঃ ০৬.০৯.২০২০
বাংলাদেশের চলচ্চিত্রের নাম নিলে যার কথা শুরুতে চলে আসে সালমান শাহ। বাংলার নায়ক সালমান শাহ। জনপ্রিয় চলচ্চিত্রশিল্পী সালমান শাহের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এইদিনে তিনি মৃত্যু বরন করেন। তার মৃত্যুর ২৪ বছর পড়েও বাংলার মানুষ তাকে ভুলে নি । তার কথা এখনও বলা হয়- ‘বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহের শূন্যস্থানটি আজও কেউ পূরণ করতে পারেনি।’ আজও তিনি রয়েছেন অগণিত ভক্তের হৃদয়ে। এ জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলেছে।
তার মূল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। ১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে।
সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নেন। কিন্তু সিনেমাপ্রেমীদের হৃদয়ে তিনি এখনও এভারগ্রিন ওয়ান্ডারবয় সালমান শাহ।
তার মৃত্যুতে সমগ্র চলচ্চিত্রশিল্পে শোক নেমে আসে। শোক সইতে না পেরে অনেক ভক্ত আত্মাহত্যার পথও বেছে নিয়েছিলেন। অনেক বাধাঁ বিপত্তির মধ্যদিয়ে গেছে বাংলা চলচ্চিত্রশিল্প।
কালজয়ী এই নায়কের মৃত্যুবার্ষিকীতে বিডিনার্সিং২৪ এর পক্ষ থেকে জানায় বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।