👤স্টাফ রিপোর্টারঃ লিজা খান,ঢাকা।
🕐০৬.০৯.২০২০
আইপিএলে প্রথম দল হিসেবে করোনাভাইরাস প্রতিরোধে উদ্যাগ নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। করোনা মোকাবিলায় ‘স্মার্ট রিং’ পদ্ধতি চালু করল তারা। এটি ক্রিকেটারদের শরীরে থাকবে, যা থেকে তাঁদের শারীরিক নানা কার্যক্ষমতা নির্ধারণ করবে।
ক্রিকেটারদের হার্ট রেট, তাঁদের দেহের তাপমাত্রা ঠিক রয়েছে কি না— অক্সিজেনের মাত্রা পর্যাপ্ত কি না সেসবই বুঝিয়ে দেবে এই প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল এই প্রযুক্তি ব্যবহার করে থাকে। বাস্কেটবলে টানা ওঠা-নামার খেলা, সেখানে শারীরিক ক্ষমতা পর্যাপ্ত না থাকলে সেই খেলোয়াড় অসুস্থ বোধ করবেন।
শুধু তাই নয়, মুম্বাই দলের পক্ষ থেকে একটি হেলথ অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপটিও ব্লু টুথ অন করে চালু করতে হবে। তাতে কোনো ক্রিকেটার অসুস্থ হলে অন্য সদস্যরা অবহিত হতে পারবেন, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রোহিত শর্মাদের জন্য ১৫ হাজার বর্গ ফুটের একটি প্রেক্ষাগৃহ ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁরা সামাজিক দূরত্ব মেনেই বাকি ক্রিকেটারদের সঙ্গে থাকছেন। ১০ হাজার বর্গ ফুটের জিম থাকছে, তাতে সব আলাদা ব্যবস্থা। তিনটি ফুটবল মাঠের সমান জায়গা রয়েছে তার মধ্যে।