বিডিনার্সিং২৪- রাজশাহী নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী জোবেদা বিনতে আজিজ মায়েস্থিনিয়া গ্রেভিস দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।
চট্টগ্রাম নার্সিং কলেজের প্রতিজন শিক্ষার্থী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহবানে সাড়া দিয়ে নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে একজন নার্স হিসেবে দেশ ও জাতির সেবায় ঝাঁপিয়ে পড়বে বলে আশাবাদ তাদের।এসোসিয়েশন সভাপতি আমিনুল ইসলাম বলেন ধন্যবাদ জানাই চনাকের সকল শিক্ষার্থীদের, যারা আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে বোনটির পাশে দাঁড়িয়েছে।
চট্রগ্রাম নার্সিং কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষে প্রতিনিধি দল মোহাম্মদ আরিফুল ইসলাম ও সবুজ আর্থিক অনুদান তুলে দেন জোবেদার হাতে।এসয় উপস্থিত ছিলেন বিবিজিএসএনএ এর সংগ্রামী সভাপতি ইমরানুল হক হিমেল,যিনি সার্বক্ষণিক জোবেদার খোঁজ খবর রাখছেন।
এসময় তারা অন্যান্য সকল নার্সিং জ ত সংগঠন গুলোকে জোবেদার পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।