শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

নার্সদের সহায়তার জন্য ভিন্নধর্মী প্লাটফর্মের আহবান নার্স নেতাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১১৬৮ Time View

বিডিনার্সিং২৪ ঃ দেশে বর্তমানে রেজিস্ট্রার্ড ও শিক্ষানবিশ হিসেবে ১ লাখের অধিক নার্স রয়েছে। প্রায়ই দেশের বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে নার্সদের অসহায়ত্বের খবর পাওয়া যায়। তাদের সহযোগিতার জন্য ভিন্নধর্মী প্লাটফর্মের চিন্তা করছে নার্সরা।

আজ সিলেট ওসমানী বিএনএ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের একটি ফেসবুক স্টাটাসে এই আহবান করা হয়। নিচে তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ

“নার্সদের মমতামাখা সেবায় সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরেন রোগীরা। সেবার ব্রত নিয়েই জীবন কাটিয়ে দেন নার্সরা। কী পেলাম সেটা নয়, কী দিতে পারলাম- এমন হিসেব কষতে কষতে পার হয় একেকজন নার্সিং কর্মকর্তার জীবন। কিন্তু মাঝে মধ্যে মানবতার এই সেবক/সেবীকাদের জীবনেও নেমে আসে নিকষ অন্ধকার। নানা রোগব্যাধি আর কঠিন সমস্যার বেড়াজালে আটকে যায় তাদের জীবন। তখন তারাও খুঁজেন নির্ভরতার হাত।
সারাদেশের নার্সিং কর্মকর্তাদের নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। সম্পূর্ণ অরাজনৈতিক এই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে হবে দেশের কোথাও কোন নার্সিং কর্মকর্তা বিপদে পড়লে তাকে সহায়তা করা। মানবিক কাজে এগিয়ে যাবেন এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া মানবতার সেবক/সেবিকারা।
এমন প্ল্যাটফর্মে যারা যুক্ত হতে চান তারা নিম্নোক্ত ঠিকানা ও ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি”

আহ্বানে
ইসরাইল আলী সাদেক
সাধারণ সম্পাদক
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

যোগাযোগ :
১. শামিমা নাসরিন, সভাপতি , বিএনএ-সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল। মোবাইল নাম্বার, 01711376420
২. মাহমুদুল হাসান, সিলেট কুষ্ঠ হাসপাতাল, ফোন: ০১৭৪৯৭৭৮৭০৫

৩. মাজহারুল ইসলাম মনির , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফোন : ০১৭৫৪৭৫৭৫৪৮
৪. মো. জাহিদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফোন ০১৭৬৮৬৬৬০০১
৫. মো. আব্দুল লতিফ, সিনিয়র স্টাফ নার্স, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফোন : ০১৭৩৬৯৫১৬৯৮
৬. মো. আনোয়ার হোসেন বাবু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফোন: ০১৭১৯২০১৭১৮

৭. সুজন মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ০১৭৩৫২১৪৪৪০

৮. সুকুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, বিএনএ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ফোন: ০১৭১২-৭৪৬০৬৮
৯. মাহবুবা আফরিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। মোবাইল নাম্বার, 01737212571

১০. জরিনা খাতুন, সভানেত্রী, বিএনএ-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। মোবাইল নাম্বার, 01726489174

১১. খাতুনে জান্নাত , জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান।01777249426
১২. সাদিয়া শিরিন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান

১৩. মিলন হোসাইন, ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসাইন্স, ফোন: ০১৩০৯০৪৬১৯১

১৪. মোস্তাফিজুর রহমান, সভাপতি, বিএনএ- আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর, ফোন: ০১৭১২২৯৭৭১৩

১৫. নুর আলম, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, ফোন: ০১৭১১৪৭২১১৯
১৬. মাহমুদুল হাসান সম্রাট, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, ফোন: ০১৭১৮-৪৩১৫৬২

১৭. শাহাদাতুন নূর লাকি, সভাপতি, বিএনএ-রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। মোবাইল নাম্বার, 01754810640

১৮. সাকিবুল হাসান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ০১৭৮২৩০৬০০৩

১৯. রাহাত আজিজ, রংপুর মেডিকেল হাসপাতাল, ফোন: ০১৭১২৫৯৩৭৫৪, ০১৭১২৫৯৩৭৫৪

২০. মো. জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর দক্ষিণ, কুমিল্লা , ফোন: ০১৭৬৮২২০২০৬
২১. দেওয়ান ফারুক আহমেদ, কুমিল্লা মেডিকেল হাসপাতাল। মোবাইল নাম্বার 01716131017

২২. সাফি আহমেদ, নজরুল ইসলাম মেডিকেল হাসপাতাল, কিশোরগঞ্জ, ফোন: ০১৭৪৩৬৯৩৯৯১

২৩. স্মৃতি রানী রায়, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল

২৪. মো. কাওসার হোসাইন, নার্সিং অফিসার, এমএসএফ, কক্সবাজার, ০১৫২১ ২১৭ ০৬৪

২৫. মো. আব্দুল্লাহ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, মৌলভীবাজার, ফোন: ০১৭১২৫২৪০২৮

২৬. মো. সুলেমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনএ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। মোবাইল নাম্বার, 01795308350
২৭. অরবিন্দু চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক, বিএনএ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। মোবাইল নাম্বার, 01716683526
২৮. নিলুফা ইয়াসমিন, কোষাধ্যক্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। মোবাইল নাম্বার, 01799699100
২৯. মোছা. আসমা আকতার খানম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। মোবাইল নাম্বার, 01799697040
৩০. মাহমুদুল হাসান স্বাধীন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট, ফোন: ০১৭৩৫৬১২৩৩২
৩১. রামিম ইসলাম সজল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট, ফোন: ০১৭২৮৬৮৩৬৭০

৩২. মো. আমিন হোসাইন, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ফোন: ০১৭৩৭৪০১২৮৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102