ডেস্ক রিপোর্টঃ পদোন্নতি বা কর্ম সন্তষ্টি (জব সেটিসফেকশন) না থাকলে ও সামাজিক বৈষম্য, উর্ধ্বতন কর্তৃপক্ষের অসহোযোগিতাসহ বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে নার্সরা উচ্চ শিক্ষা গ্রহণ করে । পরিদপ্তর থেকে অধিদপ্তরে উন্নিত হলেও কর্মক্ষেত্রে কোন বিষয়ে নার্সদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উচ্চ শিক্ষা গ্রহণ করলে নার্সগন সেবা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বেশী আগ্রহী হয়ে ওঠে, যার জন্য অধিদপ্তরই দায়ী, ক্লিনিকালি উচ্চ শিক্ষিত নার্সদের কোন পদ মর্যাদাতো নেই তারপর শিকার হন বিভিন্ন বৈষম্যের।
হাসপাতাল, অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, বিভাগীয় অফিসসহ বিভিন্ন যায়গায় উচ্চ শিক্ষিত নার্স কর্মরত থাকলেও গত ০১/৯/২০ তারিখে ৭৮৬ নং বিজ্ঞপ্তিতে কেবল মাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের থেকে রিসার্চ মেন্টর পদে আবেদনের আহ্বান করা হয় এবং তাদের আরও প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। যার লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও ০১/১১/২০ তারিখে ৩৮৯ নং স্মারকে প্রকাশ করা হয়। উক্ত বিষয়ে হাসপাতাল ও প্রসাশনে কর্মরত এমএসএন ও পিএইচডি নার্সরা ক্ষোভ প্রকাশ করেন।
তারা দাবী করেন সকলের সুযোগের ব্যবস্থা অধিদপ্তরের করা উচিত এবং মহাপরিচালক বিষয়টি বিবেচনা করবেন বলে আশা ব্যক্ত করেন।