নিজস্ব প্রতিবেদকঃ
অতিথি পাখির কলতানে মুখরিত কেপিজে ক্যাম্পাস
সবুজে সুশোভিত বিশাল এই ক্যাম্পাসে অতিথি পাখিদের কলরব পাখিপ্রেমীদের মুগ্ধ করছে। কিচির-মিচির শব্দে নতুন এক আবহ সৃষ্ঠি হয়েছে ক্যাম্পাসে। এছাড়া পাখিপ্রেমীদের দলে দলে আগমনে ক্যাম্পাসকে করেছে আরো প্রাণবন্ত।সত্যিই কেপিজে নার্সিং কলেজের অতিথি পাখির কলতানে মুখরিত কেপিজে ক্যাম্পাস । বাতাসে শীতের ছোঁয়া। সন্ধ্যা ঘনিয়ে এলেই চারদিকে দেখা মেলে কুয়াশা। কিচিরমিচির শব্দে হঠাৎ গা চমকে ওঠে। মাথার ওপরে নীল আকাশ আর চারদিকের জলাশয়ে অতিথিদের ডাকে ঘুম ভাঙ্গে কেপিজেবাসীর ।
প্রতিবছর শীতের শুরুতেই এখানে শুরু হয় অতিথি পাখির আনাগোনা। শীতের আগমনী বার্তার সাথে সাথেই হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে অতিথি পাখি দল বেঁধে আসতে শুরু বাংলাদেশে। ঢাকার অদূরে কেপিজে লেকে মুখরিত এসব পাখির কলতানে। শীত এলেই যেন অন্যরকম প্রাণ ফিরে পায় ক্যাম্পাসের সর্বত্র। দূর দূরান্ত থেকে ছুটে আসা অতিথি পাখির বিচরণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস ।
অন্যান্য বছর থেকে এবারের চিত্র ভিন্ন ক্যাম্পাসের লেকে । করোনাভাইরাসের কারণে দীর্ঘ আটমাসের বন্ধে ক্যাম্পাসে শুনশান নীরবতা। ক্যাম্পাসের ভূতুড়ে পরিবেশ যেন মনে হয়েছে পাখ-পাখালির অভয়ারণ্য। পাখিদের কিচিরমিচির, মাঝে মাঝে লাফালাফি, এলাকায় জুড়ে থাকা লাল শাপলা , আবার রাতে জোনাকির মিটমিট আলো, শিয়ালের ডাকাডাকিতে যে কেউ প্রথমে অরণ্যই মনে করবে।
পাখিরা এমন পরিবেশে নিজেদের রাজত্বে নিয়েছে ক্যাম্পাসের জলাশয় আর আকাশ।নাম না জানা নানা বর্ণ আর আকারের এই পাখিগুলো সূর্য্যি মামা পূর্বাকাশে উঁকি দেয়ার পূর্ব মূহুর্তে আসে ক্যাম্পাসের পুকুর ও লেক এলাকায়। কলকল ধ্বনিতে ঘুমিয়ে থাকা ক্যাম্পাসকে জাগিয়ে তোলে। যেন এ নৈসর্গিক আবহাওয়া। সত্যিই আমরা কেপিজেবাসী অতিথি পাখির কলকাকলিতে মুখরিত ও আনন্দিত ।
মাহবুব হাসান রিফাত