শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৮৩ Time View
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

👤 মোছাঃ মর্জিনা বেগম
প্রকাশকালঃ ১০ এপ্রিল, ২০২১ (২৭ চৈত্র, ১৪২৭)

করোনায় আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের ডিজি’র মৃত্যু

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ কে এম রফিক আহাম্মদ করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আজ ভোর ৪ঃ১৪ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২৩ মার্চ হতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনি প্রশাসন ক্যাডারের ১০ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন, তিনি ইতোপূর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে পৃথক বার্তায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন, এমপি ও উপমন্ত্রী জনাব হাবিবুন নাহার, এমপি শোক প্রকাশ করেন ও তার কর্মময় জীবনের সততা, নিষ্ঠা, পরোপকারীতা ও দ্বায়িত্বশীলতা সম্পর্কে উল্লেখ করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জনাব জিয়াউল হাসান এনডিসি জানান অত্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী তার মৃত্যুতে গভীর শোকাহত ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিডিনার্সিং২৪.কম/এমবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102