স্টাফ রিপোর্টার, বিডিনার্সিং২৪.কম
২২ মার্চ ২০২১ খ্রি. (৮ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে জাতির পিতার সম্মানে ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এর জন্য জাতির পিতার নাম ঘোষণা করে। ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের জন্যেই তারা এ ঘোষনা দেন। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানবিধাকার ও স্বাধীনতার দাবি আদায়ে বঙ্গবন্ধু একজন চ্যাম্পিয়ন। ভারতীয়দের কাছেও তিনি একজন বীর।
ভারত সরকার মাহাত্মা গান্ধীর ১২৫ তম জন্মবার্ষীকী হতে এ পুরস্কার দিয়ে আসছেন। এ পুরস্কারে ভারতীয় ০১ কোটি রুপি দেয়া হয় ও সাথে দেওয়া হয় মানপত্র ও হস্তশিল্প সামগ্রী।
বাংলাদেশের হয়ে বঙ্গবন্ধুর এটি একটি বড় অর্জন।