স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২০
ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ এ জিতে নিলো অস্ট্রেলিয়া। গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ৩ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া।
ম্যানচেস্টারে সিরিজ নির্ধারনি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৩০২ রান সংগ্রহ করে তারা।
ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি ইংলিশদের। ইনিংসের প্রথম দুই বলেই যথাক্রমে জেসন রয় ও জু রুটকে হারায় তারা। ম্যাচের প্রথম ওভারে করা মিচেল স্টার্কের করা প্রথম বলেই ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন জেসন রয়। পরেই বলেই এলবিডব্লিউর ফাদে পরেন রুট। রানের খাতা খুলার আগেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে বেশ চাপে পরে ইংলিশরা। কিন্তু জনি বেয়ারস্টোর দৃঢ়তায় স্কোর ৩০০ পার করে ইংলিশরা। অধিনায়ক মরগানকে সাথে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬৭ রান করেন তিনি। ২৩ রান করে মরগান আউট হলে জস বাটলারও ৮ রান করেই দ্রুত বিদায় নেন। তারপর শন বিলিংসকে সাথে নিয়ে শত রানের জুটি গড়েন বেয়ারস্টো। ১২৬ বলে ১১২ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। যার ফলে ৩০২ রানের পুজি পায় ইংলিশরা।
৩০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯.৪ ওভারে জয় তুলে নেন অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারায় অস্ট্রেলিয়াও। একে একে ফিরে যান অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার। মাত্র ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা।
দলকে বিপদ থেকে উদ্ধার করেন মেক্সওয়েল ও এলেক্স ক্যারি।ষষ্ঠ উইকেট জুটিতে ২০০ রানের জুটি গড়ে ম্যাচ ছিনিয়ে নেয় তারা।দুজনেই দেখা পান শত রানের। ৯০ বলে ১০৮ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল এবং ক্যারি করেন ১০৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ইল্যান্ড: ৫০ ওভারে ৩০২/৭ (রয় ০, বেয়ারস্টো ১১২, রুট ০, মরগান ২৩, বাটলার ৮, বিলিংস ৫৭, ওকস ৫৩*, কারান ১৯, রশিদ ১১*; স্টার্ক ১০-০-৭৪-৩, হেইজেলউড ১০-০-৬৮-০, কামিন্স ১০-০-৫৩-১, জ্যাম্পা ১০-০-৫১-৩, মার্শ ৬-০-২৫-০, ম্যাক্সওয়েল ৪-০-২৩-০)।
অস্ট্রেলিয়া: ৪৯.৪ ওভারে ৩০৫/৭ (ওয়ার্নার ২৪, ফিঞ্চ ১২, স্টয়নিস ৪, লাবুশেন ২০, মার্শ ২, ক্যারি ১০৬, ম্যাক্সওয়েল ১০৮, কামিন্স ৪*, স্টার্ক ১১*; ওকস ১০-০-৪৬-২, আর্চার ৯-০-৬০-১, উড ৯-১-৪০-০, রুট ৮-০-৪৬-২, কারান ৬-১-৪০-০, রশিদ ৭.৪-০-৬৮-১)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ ও সিরিজ: গ্লেন ম্যাক্সওয়েল।